আজি চাদর মুড়ি দিয়া
শীতের আভাস নিয়া
কে এলে গো তুমি,
আমি জানি আমি জানি
তুমি শরতের রানী।
তুমি প্রকৃতির দরজায় কড়া নেড়েছো যেই
তোমার কথা স্মরণ হল ক্ষণিকেই
মেঘহীন আকাশে নির্মল বাতাসে
বছরে বছরেই তো আসো তুমি,
আমি চিনি আমি চিনি,
তুমিই সে শরতের রানী।
আজ তোমারে লইব বড়িয়া
মন যে লয়েছ হরিয়া
তুমিই তো সঙ্গে আনিয়াছো
শিউলী আর কাশফুলের সমারোহ
তুমি কহো তুমি কহো
শুভ্র কুয়াশে মুড়েছো নিজেকে
তুমিই কি নও সেই রানী?
আমি জানি আমি চিনি
তুমিই সে শরতের "শরতৎ রানী"।
উত্সর্গ:শরৎ কাল