ধূলিকনার মাঝে বসে
খেলেছি কত খেলা,
পুতুল নেব পুতুল নেব
ছুটে গিয়েছি মেলা।
বাড়ি এসে উঠানে বসে
হাতে পুতুল নিয়ে,
লাল শাড়ীতে মানাবে ভালো
কাল পুতুলের বিয়ে।
বর আসলো ঘোড়ায় চড়ে
মাথায় টোপর দিয়ে,
বিয়ে শেষে নিজের দেশে
গেল বউকে নিয়ে।
এইনা খেলা খেলে বেলা
দিয়েছি পার করে,
ভাবুক মন সারাক্ষন
ফের ছোট্ট হতে ইচ্ছে করে।