বাড়ির পাশের কৃষ্ণচূড়ার
পথটি বেয়ে তুমি,
নূপুর পায়ে আসবে বলে
পথ চেয়ে আছি আমি।
সোনার নূপুর পায়ে তাহার
ঝম ঝমা ঝম বাজে,
ফুলগুলি সব ঈর্ষা করে
তাহার অপরুপ সাজে।
বাড়ি এলে তোমায় সাথী
বসতে দেব শীতল পাটি,
নয়তবা,নকশা করা পিঁড়ি,
খেতে দেব চালের ভিন্ন পিঠা
আউশ আমন আর ইরি।
শীতকালে আসো যদি
দেব পল্লীর নকশী কাঁথা,
রিমঝিম বর্ষায় নিজেই হতাম
তোমার মাথার ওপর ছাতা।