মায়ের মতন দেশ আমার
রুপের নাইরে শেষ,
সুজলা সুফলা ওতা
দেখতে লাগে বেশ।
ধানের ক্ষেতে পুলকে মেতে
ভালোবাসে শিষ কুড়াতে
বাংলার ছেলে-মেয়ে,
সূর্য ওঠে ফুলও ফোটে
মন জুড়ায় ঠোঁটে ঠোঁটে
বাংলার গান গেয়ে।
বাংলার মাটি বাংলার মানুষ
চাইব অবশেষে,
আবারও যেন আসি ফিরে
এই নদীমাতৃক দেশে।