তুমি আমার রক্তে প্রবাহিত
হিমোগ্লোবিনের তপ্ত ধারা।
নীলাকাশে সাজানো রাত্রি জাগা
দেদীপ্যমান রূপালি তারা।
তুমি আমার ফাগুন হাওয়ায়
বৃদ্ধার চিরাচরিত চাদর মুড়ি
তুমি আমার উষ্ণ বাতাস খেতে
গ্রীষ্মের ছুটিতে আসা পান্তা বুড়ি।
তুমি আমার খরশ্রোতা পদ্মানদীর
বক্র ঢেউয়ের অবাধ জলধারা।
তুমি আমার সন্ধ্যাকাশে সদা দীপ্ত
জাজ্বল্যমান সক্রিয় ধ্রুবতারা।
তুমি আমার শব্দের বিপুল সমাহার
কবিতার মায়াজালের আলপনা।
তুমি আমার স্বপ্নপুরীর কল্পলোকের
মায়াবী নীলপরির অদ্ভুত কল্পনা।
তুমি আমার হেমন্ত বেলায় কৃষকের
রূপালি আমন ধানের ক্ষেত।
তুমি আমার প্রশান্তি জাগানিয়া বসন্তে
ইলশেগুঁড়ি বৃষ্টির আর্জি অনভিপ্রেত।
তুমি আমার কৃষ্ণচূড়ার ডালে বসা
রাতুল রাঙা প্রসূনের উপমা।
তুমি আমার স্মৃতির মণিকোঠায়
চির ভাস্বর শুদ্ধতম প্রিয়তমা।