কালো মেঘে আজ আকাশ সেজেছে
বাতাসের বইছে তীব্র স্রোত।
তোমার শোকে আর বিলাপ করবো না
কবিতায় থাকবেনা কোন ক্রোধ।
শোকাতুর যত শব্দগুলো ছুটিতে গেছে
আজকের ঠিক দুপুর বেলা।
তোমার ভাবনায় রোজ তাড়িত হয়ে
ভাসাব না কোন শোকের ভেলা।
আমার লেখা ছোটগল্পে থাকবেনা
নতুন কোন বিচ্ছেদের সুর।
তুমিহীনা আর কোন সন্ধ্যা বেলায়
দেখব না রবির রাতুল রূপ।
তুমি ছাড়া আর কোন রাত্রি বেলা
তারাকারাজি আর গুনবো না।
আকাশগঙ্গায় নতুন করে সৃষ্ট হওয়া
সৌরমন্ডলের খোঁজ রাখব না।
তোমায় ভেবে বসন্তের হলুদ রোদ্দুরের
মিষ্টি আলো গায়ে মাখব না।
পৌষ মাসের হাড় কাঁপানো শীতের রাতে
তোমার উষ্ণতা অনুভব করব না।
বর্ষার দিনে বৃষ্টির শব্দে তোমার নুপুর পায়ের
আওয়াজ ভুল করে কানে তুলব না।
কদম ফুল হাতে চৌরাস্তার ঐ ব্যস্ত মোড়ে
তোমার অপেক্ষায় আর থাকব না।
গ্রীষ্ম কালের কাঠফাটা রোদের মাঝে তোমার
মাথার উপর ছাতা ধরে থাকব না।
প্রেমতলীর ঐ মেঠোপথে তুমি একাই হেটো
আমি আর তোমার সাথে হাঁটব না।
আমার মাঝে যখন তোমার এত খারাপ লাগা
তখন আর আমার সাথে থেকো না।
মিথ্যা মায়ার গভীর নীল সাগরের অথৈ জলে
অযথা কোন জলছবি আর এঁকো না।
তুমিহীনা আমার দুঃখভরা একলা আকাশে
শুধু উড়ে বেড়াক শিকারি শঙ্খচিল।
একলা থাকা যখন ভালভাবে শিখে গেছি
তোমার বিরহে হবো না আর সঙ্গিহীন।
২ আগস্ট ২০২২ , রংপুর।