সত্য কেন বলব?
যখন মিথ্যার চাদরে ঢাকা পড়েছে পুরো পৃথিবী।
মিথ্যার উপর গড়ে উঠেছে, আশার নতুন বসতি।
মিথ্যা নিয়েছে স্বাধীনতার রং, বিজয়ের নব আভা
জাতির পতাকায় শকুন বসেছে, জেকে বসেছে পরাধীনতা।
সত্য কেন বলব?
যখন মিথ্যা পেয়েছে জাতীয় চরিত্র, মিথ্যা আজ বিশ্বজনীন
মিথ্যার পালকে ভর করে কেও ,নিত্য করে প্রতিদিন।
মিথ্যার বলে জুটে কপালে, বিখ্যাত সব পুরস্কার
সত্যের উপর অটল থাকলে, মিলবে যত তিরষ্কার।
সত্য কেন বলব?
যখন মিথ্যা পেয়েছে জয়ধ্বনি, পুষ্পার্ঘ্যের সমাহার
সত্য তাই করেছে সবাইকে, ঘৃণা ভরে পরিহার।
মিথ্যুকরা আজ বেজায় খুশি, উল্লাস করে হাসে
ঘুনে ধরা সমাজটা আজ, হতাশার জলে ভাসে।
সত্য কেন বলব?
যখন মিথ্যার অক্ষরে নতুন করে, লেখা হচ্ছে ইতিহাস
মিথ্যা হয়েছে শিক্ষার বাহন, এযেন নিয়তির পরিহাস।
কলমের কালিতে মিথ্যার মিশেল, করেছে লেখকগন
সত্যেকে সরিয়ে মিথ্যার আলোয়, উদ্ভাসিত এই ভুবন।