কথার মায়াজাল কতদিন দুর্ভেদ্য রয়!
যাহার ভেদ হওয়াটাই একমাত্র নিয়তি
দুর্ভেদ্য থাকাটা তাহার অলীক কল্পনা
ব্যতিত আর কিছু নয়।
কথার চিড়ে খুব বেশিদিন ভেঁজে না
ফটকে কথার ফাঁপা বুলি বেশিক্ষণ
আওড়ানো যায় না ।
মিথ্যার রঙিন বেলুন যতই ঊর্ধ্বগামী
হোক না কেন নিম্নগামী হইতে তাহার
বেশি দেরি হয় না।
মিথ্যাচারীদের গলার জোর ধরাধামে
যতই সজোরে প্রকম্পিত হোক না কেন
তা  মোটেও ধোপে টেকে না।

জ্ঞানী গুণী, মহাজ্ঞানী সবাই আজ
প্রহেলিকার ফানুসে চড়িয়া ঊর্ধ্বপানে
করিতেছেন পরমানন্দের জয়যাত্রা।
সীমানা ছাড়ানোর নিমিত্তে ক্ষণকালে
গায়ে লাগিয়েছেন ছলনের নবমাত্রা।

তবে মিথ্যার প্রবাল প্রাচীরখানা হঠাৎ
ভাঙ্গিয়া পড়িলে অবশিষ্ট কিছু থাকে কি?

সময় থাকিতে হে সাধু, সত্যের ছায়াতল
আঁকড়িয়া ধরে বাড়াও তেজদীপ্ত মনোবল।
সত্যই সদা সুন্দর, সত্যই সদা বিশ্বজনীন
সত্যে করিয়াছে বিশ্বজয়,সত্য চির অমলীন।

৯ সেপ্টেম্বর ২০২১, রংপুর।