স্বপ্ন তো সবাই দেখে,
যেমন বিড়ালের স্বপ্ন মাছ মাংসের প্রাচুর্যে
অবগাহন করে অল্প স্বল্প পরিসরে উদরপূর্তি করা।
একটি কুকুরের স্বপ্ন থাকে মাড় ভাতের ধূসর সাগরে
অথবা মনিবের বিলাসী সদস্যদের এঁটো মাংস ভাতে।
বিহঙ্গের স্বপ্ন নিহিত মুক্ত আকাশে অনাবিল আনন্দে
ডানা ঝাপটে পাওয়া বাঁধভাঙা নিখাদ বিনোদন।
চড়ুই পাখির আনন্দ মাটির পাতিলে জমে থাকা
স্বচ্ছ জলে গা ভেজানোর ফুরফুরে আলোড়ন।
গরুর স্বপ্ন খৈল গুঁড়ার গাড় নোনতা দ্রবনে
আয়েশীমনে নাক ডুবিয়ে অমৃতের স্বাদ আস্বাদন।
একটা ছাগলের স্বপ্ন মাঠের সবুজ কচি ঘাস
গোগ্ৰাসে গিলে রাতদিন জাবর কাটার আয়োজন।
স্বপ্ন তো সবাই দেখে,
তবে স্বপ্নচারী মানব জাতির মতো এত বৈচিত্র্যময়,
রংচঙে ও কারুকার্যে বোনা স্বপ্ন তো কেও দেখে না।
কল্পনা রাজ্যের পরতে পরতে সুনিপুণ সঙ্গোপনে
অধরা বিলাসী মনের বাসনা পূরণের ফুরসৎ কারো মেলেনা।
স্বপ্নের পরিপূর্ণতায় মেলে মানুষের বেঁচে থাকার অদম্য স্বাদ
স্বপ্নের জগতে বর্ণিল বিচরণে মানুষ হয় অসংযত, উন্মাদ।
স্বপ্নতেই মানুষের মহাযাত্রা, আবার স্বপ্নতেই হয় তার শেষ,
স্বপ্নের জগতে তার পরিপূর্ণতা , দুঃস্বপ্নে কাটে তার রেশ।
৩১ আগস্ট ২০২১. রংপুর