ধনতন্ত্রের বিকাশ,
কালো মেঘে আজ অন্ধকার আকাশ
হতাশা বাঁধছে দানা ,
গরিবের আজ স্বপ্ন দেখতে মানা।
অর্ধেক জাহানের সম্পদ
কুক্ষিগত করেছে কয়েকজনে।
কতো লোক পথে বসেছে,
তাদের খবর, কজনেই বা জানে?
গগণ চুম্বী অট্টালিকা,
করছে যারা নির্মাণ,
খবর কি আছে?
তাতে গেছে কত শত প্রাণ!
কতজন আজ করোনার থাবায়
হয়েছেন যে গত,
কতজন আজ রিক্ত হয়ে
ধুঁকছেন অবিরত!
কতজনের আশার প্রদীপ
গিয়েছে যে নিভে,
কতজন আজ বেকার হয়ে
আঁখি জলে ভাসে!
খবর রাখেনি কেও তাদের,
করেনি কেউ কোনো খোঁজ।
তবুও শুনি অনেকেই আজ
বিল গেটস হয়ে চলেছেন হররোজ।
ধনী আর অতি ধনীর তালিকা
বেড়ে চলছে অসম হারে,
গরিব দেশের চাঁদ সওদাগরগন
সকল কাজের, কলকাঠি যে নাড়ে।
শ্রমিক শ্রেণীর উপর ভর করে যাদের
চলে রুটি রুজি,
তারাই আজ মারমুখী হয়ে
শ্রমিকদের নেয় টুঁটি।
বাঁচতে হলে জাগতে হবে
তাতেই শোষিতদের মুক্তি,
ধনতন্ত্রের বিকাশ রোধে
খাটাতেই হবে,সাম্যবাদী যুক্তি।
পুঁজিবাদের বিষবাষ্প, নিশ্চয়ই হবে মলিন
সাম্যবাদের জোয়ারের জলে,
বিশ্বজুড়ে ফিরবে, সোনালি সেই সুদিন।
২০ এপ্রিল ২০২১, রাজশাহী