যে অভাবী লোকেরা দীর্ঘদিন ডালভাতে উদরপূর্তি করে
পোলাও মাংস খাওয়ার অতীত স্মৃতি তাদের তাড়া করবেই।
অতীতের রূপালি রঙের মেঘমালা তাদের চঞ্চল করে তোলে।

অকপটে একবুক জমাটবাঁধা আফসোসে যখন তাদের দিনাতিপাত,
অন্ধকার ভবিষ্যতের ভয়ে তারা মৃদু আলোয় ঝলসানো ও
আধা সিদ্ধ হওয়া অতীতের স্বাদেই তো পুলক অনুভব করবে!

আগামীকাল যখন দুর্বোধ্য শব্দে ভরা এক অপাঠ্য পদ্যের অবতারণা,
তখন গতকালের রচিত সহজ শব্দের গদ্যখানার ঝলসানো রুটিই
তাদের একমাত্র প্রেরণা।
“গতস্য শোচনা নাস্তি”, তবে তাদের অতীতের বন্দনায় বেশ স্বস্তি।
আগামী যখন সজোরে কপাট বন্ধ করে, অতীতে হয় তাদের দোস্তি।

২৩ আগস্ট ২০২১, রংপুর