করোনা থাকবে না একদিন তবে মুখোশটা থেকে যাবে
দৃশ্যমান কিংবা অদৃশ্যমান মুখোশের আড়ালে তোমার
আমার ছলনাময়ী অভিনয়টা কালের সাক্ষী হয়ে রবে।
কত কথা, কত ব্যথা, জমে থাকা শত্রুতা মুখোশের আড়ালে,
রোজ রোজ ভীড় করে পূঞ্জীভূত হয় নিমিষেই স্বার্থ ফুরালে।
তুমি আমি বন্ধু দুদিনের দুজন দুজনার প্রয়োজনের টানে,
অপ্রয়োজনে বিয়োজনে সামিল দুজনা ভুলে বন্ধুত্বের মানে।
ভুল নাই কারো,নির্দোষে দোষী হতে হয়েছে প্রত্যহ শত,
দুনিয়ার দুর্নিবার মায়াজালে বন্দি জীবনে বেড়েছে ক্ষত।
হিসেবে নিকেশে বোঝাপড়া নিন্দুকের রোজকার কানপড়া ,
হতবিহবল চিত্তে অসাঢ় শহুরে কানকথায় দিয়েছি সাড়া।
আগুন্তকে খুঁজে আপনজন চেতনাবিহীন সারাক্ষণ আনমন,
পরলোকে পরবাস বাড়িয়ে সর্বনাশ,অযথা হৃদয়ে রক্তক্ষরণ।
মুখোশের আড়ালে আরেকটি মুখোশ এসে এলোমেলো সমীকরণ,
কুলক্ষনে সমীরনে মনে আলোড়ন, সহসাই চিত্তে বৃথা আস্ফালন।
এবার তবে মুখোশটা সরিয়ে দুনিয়ার চালচিত্র করি অবলোকন,
অন্তরলোকের রূদ্ধ দারে কড়া নেড়ে করি মৈত্রীর সমুদ্রে অবগাহন।
নিজেকে চেনার সময় এসেছে চলো আজ সরিয়ে ফেলি মুখোশের আস্তরণ।
২৩ ডিসেম্বর ২০২১ , রংপুর।