লাইব্রেরি হলো জ্ঞানের বাহক,
সভ্যতার সূতিকাগার
সেথায় গেলে দেখতে পাবে অসংখ্য
পুস্তকের সমাহার।
লাইব্রেরি হলো রুচিশীল মানুষ গড়ার
এক দক্ষ কারিগর
সুপ্রাচীন কাল থেকে সমহিমায় টিকে আছে
হয়ে সারা বিশ্বের বাতিঘর।
লাইব্রেরি হলো কালের দৃঢ় কন্ঠ, ইতিহাসের
এক অলিখিত অভিধান
সুবিন্যস্ত জ্ঞানের পরতে পরতে নিহিত রয়েছে
সারা বিশ্বের সমাধান।
লাইব্রেরি হলো সামাজের আলোকবর্তিকা
আমজনতার বিশ্ববিদ্যালয়
সেখানে মুক্ত বুদ্ধির আলো উৎগিরিত হয়
সারা রাত্রি দিবালয়।
০৭ মে ২০২১, রাজশাহী