প্রতিদিন মোর ঘুম ভেঙ্গে চড়ুই পাখির হাকে,
জানালার ওপাশে বসে থেকে আকুল কন্ঠে ডাকে।
বুঝিনা তার মনের কথা, কী যে তার আর্জি,
একটু বসে মিষ্টি ডেকে উড়াল দেয় হলে মর্জি।
গোমড়া মুখে কাল সকালে বসে ছিল একা,
বললাম হেসে কিরে বোকা,পাসনি কি তার দেখা!
মন মাতানো কিচিরমিচির আর ডানা ঝাপটানো নাচ,
কোথায় গেল সব হারিয়ে,নিরব বসে কেন আজ!
খানিক বাদে নীরব চড়ুই কাষ্ঠ বদনে মাথা করল নিচু,
মেঝেতে ছিল পড়ে তার সঙ্গীনির মায়াভরা নিস্পন্দ তনু।
যাবার বেলায় বড্ড মায়ায় প্রেমাস্পদের পানে চেয়ে অপলক,
মনুষ্য সমাজের প্রতি নিদারুণ আকুতি নিয়ে ছাড়ল ইহলোক।
০৮ ডিসেম্বর ২০২১, রংপুর।