হেলা ফেলায় গেল সময়
সবই রইল বাকি।
চেষ্টা ছিল দু আনা
আর চৌদ্দ আনাই ফাঁকি।
বেলা গড়িয়ে সন্ধ্যা নামলো
খানিক বাদেই অন্ধকার
রাতের বেলা হাতড়ে পেলাম
বস্তা বোঝা তিরস্কার।
কাজের সময় বসে বসে
গলাবাজি করেছি খালি
চোখেমুখে আজ ঘোর অমানিশা
অশ্রুর সাগরে বালি।
হতাশা আজ ভীষণ ঘন
নিস্তেজ হয়ে গেছে মন
দুর্যোগে ভরা করুণ দিনে
কেটে পড়েছে সব আপনজন।
টাকা পয়সা, অর্থ কড়ির
কখনোই ছিলনা অভাব।
শ্রমবিমুখ হয়ে আসর মজানোর
ছিল চিরন্তনী স্বভাব।
চাকর বাকরে সব করত কাজ
একবার করলে আদেশ।
সেই আমি আজ দরিদ্রের বেশে
পাড়ি দেই যত অচিন দেশ।
২৭ এপ্রিল ২০২১, নিউমার্কেট রাজশাহী।
( এক অসহায় বৃদ্ধের করুণ কাহিনীর কাব্যিক প্রকাশ)