তোমার দুয়ারে বোসে আমি
কত নিশি কত দিন কাঁদলাম,
তবু তোমার দয়া হলো না
ক্ষমা করতে পারলে না তুমি;
তাই অভিশাপ্তই থেকে গেলাম আমি।
অনুতাপের দহনে মন পোড়ে
ভাগ্য দেব আমায় নিয়ে ঠাট্টা করে
জীবন ধারা আমায় নিয়ে বয়ে চলে না-
তুমি আমাকে ক্ষমা করনি তাই।
এই পৃথিবীর সব কিছুর বিনাশ আছে
কিন্তুু আশার কোন বিনাশ নেই!
ঝড়ে আহত ডানা ভাঙ্গা-
পাখিটিও উড়তে চায়;
মারা নদীও, বুক ভরা স্রোত চায়।
তাই আমিও আশা নিয়েই বােঁচে আছি
যদি তুমি ক্ষমা করো।
যদি ভালোবাসো...।