কবির কান,চিলে নিয়েছে
ছুঁটে চিলের পিছে
বীর কবি ক্লান্ত হলো
শ্রম হলো তাঁর মিছে।।
নিজের কানে হাত দিয়ে কবি
বললো ঠিক আছে
তবে কেন ছুঁটলাম আমি
বজ্জাত চিলের পিছে।।
পাঠক বললো ও কবি ভাই
হয়েছে তোমার কী?
বিচার বুদ্ধি লোপ পেয়েছে?
পাগল হলে নাকি!
কবি বলে হতাসার সুরে
সাধনা মম হলো মিছে
যা লিখে ছিনু, দিনরাত্রি খেটে-
এবার যাবে সব ভেসে।
শুনলাম নাকি-যন্ত্রকবি
লিখবে বহুত কবিতা
নষ্ট হবে তুচ্ছ হবে,
মম পান্ডুলিপির সবটা।।
পাঠক বলে ও কবি ভাই
চিন্তা কইরো না
কলাগাছে কলা ধরে
ধরেনা বেদেনা।।
যন্ত্র গাছে হন্ত্র ধরবে
অকবিতা হবে যত,
স্রষ্টার দান কবি প্রতীভা
তোমাতে রয়েছে রত।।
...হেসে কবি লাফিয়ে উঠে
আনন্দে বলে হাম্মা...হাম্মা...
পাঠকরে জরিয়ে ধরে
মাথায় দেয় শত চুম্মা।।