ভালোবাসার মানুষ যদি
একটু কষ্ট দেয়
মন খারাপের বিষন্ন প্রহর
তখনি শুরু হয়।
আমার.......
মন খারাপের বিষন্ন প্রহর
তখনি শুরু হয়।
মনের মানুষ কখনো যদি
দূরে সরে রয়
ভরা চাঁন্দেও আঁধার নামে
মন আকাশের গায়।
আমার..........
ভরা চাঁন্দেও আঁধার নামে
মন আকাশের গায়।
প্রিয় মানুষ ভুল বুঝে
যখন ব্যাথা দেয়
হৃদয় নদীর দু'কুল ভাঙ্গে-
বিরহ-অশ্রু ধারায়।
আমার.......
হৃদয় নদীর দু'কুল ভাঙ্গে-
বিরহ-অশ্রু ধারায়।