🌿
তুমি আছ তাই দুখের মাঝেও
সুখের সন্ধান করি,
পথ-হারা পথিক হয়েও আমি
চলি পথ ধরি।
বুক ভাঙ্গা ঝড়েও কখনো আমি
নিরাশ হইনা ভবে
মম পাশে সর্বদা তোমারে-
পাই আমি অনুভবে।
খুঁজিনা তোমায় বিশ্ব-সংসারে
তুমি আছ হৃদয় মন্দিরে,
বিপথে চলি যদি, ভ্রান্তির ছলনে
সুপথে টেনে নিও আমারে।
জীবন রথের তুমিই গতি-
নিঃসম্বল হই যদি,
হাত ধরে রাখো তব হাতে
ওহে আনন্দের নিধি।
🌿