তোমার প্রেমে পরে আমি হয়েছি পাগোল পারা
বড় শুন্য, শুন্য লাগে ...সাথী তোমায় ছাড়া।।

তুমি যে আমার সকাল-সন্ধ্যা; আমার সারাটি বেলা-
ভাবনায় জরিয়ে তোমায় নিয়ে খেলি প্রেমের খেলা।।

তোমায় ছাড়া কিছুই বোঝেনা আমার পাগোল হিয়া
কত রঙ্গিল স্বপ্ন আঁকি সাথী তোমায় নিয়া।।

হৃদয় নদীতে ভাসিয়েছি সাথী তোমার প্রেমের ভেলা
সেই ভেলাতেই দিবানিশি গাঁথি - বিনিসুতার মালা।।

তুমি আমি মিলে, গরবো যতনে ছোট্ট সুখের ঘর
থাকবে না সেথা কোন ভয় আসুক যত ঝড়।।