মনের মাঝে যতন করে
দিন-মাস-বছর ধরে
গোপনে রেখেছি যে কথা
আজ তা জানাবো
তোমায় মনের কথা বলবো।
জীবন বিনায় সুর তুলে
দু:খ ব্যাথা সব ভুলে
হৃদয়ে লেখা প্রেমগীত
আজ আমি শোনাবো
তোমায় মনের কথা বলবো।
ভালোবাসার রং তুলিতে
হৃদয়ের ক্যানভাসেতে
যে ছবিটি এঁকেছি তোমার
আজ তা দেখাবো
তোমায় মনের কথা বলবো।
অপেক্ষার প্রহর শেষে
আজ তোমার সামনে এসে
ফুটান্ত গোলাপ হাতে নিয়ে
নয়নে নয়ন রাখবো
তোমায় মনের কথা বলবো।