তোমাকে পাব বলে
কত পথ পারি দিয়েছি তব সন্ধান করে
কত ছবি এঁকেছি তোমার; মম হৃদয় পটে।
তোমাকে পাব বলে
তৃষ্ণাক্ত কাকের মত জলের কলসে দিয়েছি হানা
গৃহ-কর্তার ছোড়া ঢিলের আঘাতে ভেঙ্গেছে পা।
তোমাকে পাবো বলে
চোরের মতই ধর্ম ভুলে, ছুটে গেছি মউ বনে
মৌমাছির হুল শরীরে গেঁথে- ফিরে এসেছি।
হে প্রেয়সী-
তোমাকে পাবো বলে, আজো অপেক্ষায় আছি
কারাণ তুমি ছাড়া আমি শূণ্য, অপূর্ণ।।