হৃদয় মাঝে চাই যে তোমায়
চাই মনের মাঝেও,
তুমি থেকো তিন নয়নে
রাত্রি সকাল সাঁঝেও।
জগৎ সংসার ভুলে গেলেও
চাইনা ভুলতে তোমায়
তোমার মাঝেই বারে বারে,
খুঁজে পাই আমায়।
তোমার পাশে থাকতে চাই
হয়ে তবো ছায়া!
তোমার সঙ্গ প্রেমারঙ্গ
বাঁচায় মম হিয়া।