তোমার আমার প্রেম বিরহের কথা
মনের মাঝারে আছে বেদনায় গাঁথা।

স্বরণে আসলে তুমি, থেমে যায় কাল
স্মৃতির পাতাতে কাটে সকাল বিকাল।

আমাদের প্রথম দেখা থেকে 'পরিনয়
বিরহের সুরে আসা শেষর বিদায়।

সেই সব স্মৃতি কথা; নিঃশ্বাসের মতই
সারাক্ষণ পাশে আছে, শুধু তুমি নেই।

তোমার দুহাত ধরে যে পথে চলেছি
যে নদীর পাড়ে বসে স্বপ্ন সাজিয়েছি -

সে পথ, সে নদী, সেই ঘাট মাঝি নৌকা
সবি আছে, সব আছে...
শুধু তুমি নেই; তাই আমি বড় একা।