আমরা শিশু

আমরা শিশু আমরা ছোট
আমরা ফুলের মত
তোমরা বড়; খুবই ভালো
আদর করো কত।।

আমারা হবো অনেক বড়
তোমাদের হাত ধরে
তোমাদের দেখানো স্বপ্ন গুলো
অন্তরে লালন করে।।

*************
চলাচল

খোকা-খুকি রাখো মনে
চলাচলে রাস্তা....
দূর্ঘটনা প্রতিরোধে
দরকার সতর্কতা। 
বামদিকে চলবে পথ
তোমরা সর্বদা
ডানে বামে দেখে পথ
পার হবে সদা।। 

*********

খুকুমনির বায়না

খুকুমনি বউ সেজেছ
পরেছে হরেক গয়না
বর সাজো দাদু তুমি-
ধরেছে খুকু বায়না।।