যাকে বার বার মুছেও, মুছে ফেলা যায় না
তিনিই হলেন, শেখ মুজিবুর রহমান।

যাকে স্বপরিবারে হত্যা করে;
ভাস্কর্য  ভেঙ্গে, ছবি ছিঁড়ে,বাড়ি-ঘর পুড়িয়ে
ধ্বংস করা যায় না,
যাকে,গণমানুষের হৃদয় থেকে-
এক বিন্দু সরানো যায় না
তিনিই হলেন শেখ মুজিবুর রহমান।।

যার স্মৃতি চিহ্নের সাথে, যার ইতিহাসের সাথে
পাশবিক আচরণ করেও-
কিঞ্চিৎ যার সন্মান কমানো যায়  না
তিনিই হলেন শেখ মুজিবুর রহমান।।

যিনি বাংলার আকাশে, বাতাসে,মাটিতে মিশে আছেন
তিনিই হলেন শেখ মুজিবুর রহমান।।

যিনি বাংলার মানচিত্র জুরে ছিলেন, আছেন
ও চিরদিন থাকবেন
তিনিই হলেন শেখ মুজিবুর রহমান।।

যার অস্তিত্বই বাংলাদেশ, যার অস্তিত্বই বাঙালী
তার বিনাশ হয় না
হবেও না।।
বার বার মুছেও তাকে মুছে ফেলা যাবেনা।।