ভালোবাসার বন্ধন ভুলে
কোথায় গেলে হারিয়ে...
বিরহ ব্যাথা নিয়ে বুকে
প্রতীক্ষায় থাকি চেয়ে....।
আর যদি না হয় দেখা
আর যদি না হয় কথা-
ভেঙ্গে যাবে সব স্বপ্ন নিরাশায়
ও সাথী তুমি রইলে কোথায়...।
.
তুমি ছাড়া শূণ্য সবি
হৃদয় ভরা কান্না-
নিভে যায় আশার দীপ
মন তবু বোঝেনা.....।
তোমায় যদি আর না-পাই
চিরতরে যদি হারাই-
মরণআঁধার- ঢেকে দেবে আমায়
ও সাথী তুমি রইলে কোথায়.......।।