করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি
বলছি শোন সবাই
বাঁচতে হলে শিশু থেকে বৃদ্ধ
সবার জানা চাই।
করমর্দন, কোলাকুলি থেকে
সদা থাকো বিরত
একে অন্যের থেকে রাখবে
তিনফুট দূরত্ব।
হাঁচি-কাশিতে,রুমাল টিস্যু বা
কনুই দিয়ে মুখ ঢাকো-
পরে সবান দিয়ে, হাত ধও আর
সেই টিস্যু বিনে রাখো।
কিছুক্ষণ পর পর সবান দিয়ে
দুই হাত কর পরিস্কার
সামাজিক দূরত্ব রাখবে বজায়
সবাই কর অঙ্গিকার।
নাক মুখ চোখে, হাত না ধুয়ে
স্পর্শ নাহি করো,
জ্বর কাশি হলে সুস্থ্যদের
থেকে দূরে থেকো।
বিদেশ থেকে যদি কেউ ফেরো
চৌদ্দদিন থাকো বাড়িতে
কোয়ারান্টাইন মেনে চলো
সংক্রামন ঠেকাতে।
বিধাতা সবার সহায় হোক
প্রার্থনা করি সদাই
তিনি স্রষ্টা,রক্ষাকর্তা এসো
তাঁরে ডাকি সবাই।
২৬/০৩/২০২০
চৌহালী, সিরাজগঞ্জ।।