সবার ভাগ্যে, ভালোবাসা জোটেনা
সবাইতো ভালোবাসা পায়না
ভালোবাসা চেয়ে আমি
পেলাম শুধু যন্ত্রণা........
সবার ভাগ্যে, ভালোবাসা জোটেনা।
বুক-ভরা আশা নিয়ে
নয়ন জুরে স্বপ্ন এঁকে
যারে ভালোবেসেছি
সে আমায় বাসেনা ভালো
অবোশেষে জেনেছি-
তবুও তারে রেখেছি হৃদয়ে
জানি তাঁর প্রেম আমি
কখনো পাবোনা.....
সবার ভাগ্যে, ভালোবাসা জোটেনা
সবাইতো ভালোবাসা পায়না।।
রচনাকাল:14.06.19
10.50 PM