আমার শেষ বিদায়ের কালে
কৃষ্ণ নাম দিয়ো গো কানে...
বৃথায় গেলো মানব জনম
না করিনু ভজন,
মোহ-মায়ায় মত্ত হইনু
না হইলো সাধণ।
আমার শেষ বিদায়ের কালে
কৃষ্ণ নাম দিয়ো গো কানে...
শাপে পাপে জর্জরিত
হয়েছে এই দেহ
দেহ জুরে কৃষ্ণের নাম
লিখে দিও কেহ।
আমার শেষ বিদায়ের কালে
কৃষ্ণ নাম দিয়ো গো কানে...
রাধে-মনে অনন্ত জ্বালা
বিরহ সখী আর সহেনা
মথুরা জুরে কৃষ্ণ খুঁজে
বেলা গেলো, দেখা হোলনা।
আমার শেষ বিদায়ের কালে
কৃষ্ণ নাম দিয়ো গো কানে...
১০/০৪/২০ইং
চৌহালী, সিরাজগঞ্জ।