বসন্তে ফুটেছে লাল- শিমুল, পলাশ
প্রকৃতির অঙ্গ জুরে ফাগুন বাতাস।।
নতুন পলব গাছে হাসে ঝিকমিক
কোকিলের গানে মুখরিত চারদিক।।
ভোমরের গুনজন কৃষ্ণচূড়া' ডালে
মৌটুসি মধু লোভে দোলে ফুলে ফুলে।।
শীতের কুয়াশা মুক্ত, ঝল-মলে দিনে
দক্ষিণা বাতাস খেলে ঝড়া পাতা' সনে।।
বসন্ত অনন্য গুণে, সৌন্দর্যে অপার;-
ঋতুরাজ দীপ্ত করে...জীবন সবার।।