প্রার্থনা বিধাতার প্রতি জন্মায়
গভীর ভালোবাসা
প্রার্থনা জীবনের দুর্গম পথে
একমাত্র ভরসা।
প্রার্থনা মানব জীবনে আনে
শুদ্ধতা, পরিপূর্ণতা;
প্রার্থনা সবার হৃদয়ে জাগায়
মনুষ্যত্ব মানবতা।
প্রার্থনা ভুল আর পাপ থেকে
দিতে পারে মুক্তি
প্রার্থনা সৃষ্টি কর্তার প্রতি
জাগায় সদা ভক্তি।
প্রার্থনা ধরে রাখে মানুষের
মানবিক সুন্দর্যতা
প্রার্থনা কারির জীবনে আসেনা
অনভিপ্রেত অভিজ্ঞতা।
প্রতিনিয়ত প্রার্থনায় জীবন হয়
নির্মল শান্তিময়,
সুন্দর ধরণীতে বেঁচে থাকা হয়
প্রার্থনায় মধুময়।