আজ আনন্দের নেইতো সীমা
এলো দুর্গা পুজা
ঢাকের তালে মনটা নাচে
বাজারে ঢাক বাজা।

আজ আনন্দের নেইতো সীমা
এলো দুর্গা পুজা...

বলো দুর্গা মাইকি জয়
বলো দুর্গা মাইকি জয়।

শত্রু-দুষমন নেই ভেদাভেদ
মিলে মায়ের মন্দিরে;
মায়ের চরণে দেব অঞ্জলি
শ্রদ্ধা ভক্তি ভরে।।

ঢাকের তালে ধুমচি নাচে
হবে অনেক মজা...
আজ আনন্দের নেইতো সীমা
এলো দুর্গা পুজা....

স্বর্গ থেকে এলোরে মা
সবার ঘরে ঘরে,
আনন্দময়ী ডাকি তোমাই
অশুভ রাখো দূরে।

অসুর নাসে সবার মনে
উরুক প্রেমের ধজা....

আজ আনন্দের নেইতো সীমা
এলো দুর্গা পুজা
ঢাকের তালে মনটা নাচে
বাজারে ঢাক বাজা।

আজ আনন্দের নেইতো সীমা
এলো দুর্গা পুজা...

বলো দুর্গা মাইকি জয়
বলো দুর্গা মাইকি জয়।

১৮/১০/২০
চৌহালী, সিরাজগঞ্জ।।