পুরুষ তুমি পুরুষ থেকনা
তুমি ভাই,দাদা হও

পুরুষ তুমি পুরুষ থেকনা
তুমি প্রিয় স্বামী হও

পুরুষ তুমি পুরুষ থেকনা
তুমি স্নেহময় পিতা হও

পুরুষ তুমি পুরুষ থেকনা
তুমি মাতৃভক্ত সন্তান হও

পুরুষ তুমি পুরুষ থেকনা
তুমি "পুরুষমানুষ" হও

আমি বুকে হাত রেখে বলছি
তাহলে তুমি ধর্ষক হবেনা
তাহলে তুমি অসুর হবেনা।।