চির পবিত্র শুদ্ধতার পথে
রাখো মোরে দয়াময়
শুদ্ধতায় যাপিত-জীবন
সদা অটুট যেন রয়।।

অশুদ্ধ মনন অতৃপ্ত অস্থির-
কুভাবনার সেথা বাস,
মানব জীবনে কুচিন্তার চেয়ে
নেই বড় সর্বনাস।।

মোহ-ছন্ন-চিত্ত করোনা আমার
হে পরম করুনাময়
অন্তর জুরে পবিত্রতার আলো
চির উজ্জ্বল যেন রয়।।

কুকর্মে প্রবুদ্ধ না হই যেন
ঘৃণা থাক সকল পাপে;
মননে রাখি যেন সচ্চিদানন্দ
অশুদ্ধতার সন্তাপে।।

৩০/১১/২০১৮