💕
বীর শহীদের রক্তে পাওয়া প্রিয় বাংলাদেশ,
বীরাঙ্গনার নয়ন জলে সিক্ত আমার স্বদেশ।
সন্তান হারা মায়ের কান্না আজো বাতাসে ভাসে
যুদ্ধে গিয়ে, কত সন্তান; ফেরেনি মায়ের কাছে।
পাকহানাদার নির্বিচারে করেছে অত্যাচার।
নৃশংসতায় বাঙ্গালী হৃদয় হয়েছে ছারখার।
শত্রু মুক্ত করতে স্বদেশ লড়াই করেছে যারা
বাঙালীর কাছে চির পূজনীয় হয়ে আছে তাঁরা।।
বাংলা মায়ের সন্তান মোরা বাঙ্গালী পরিচয়
মুক্তি যুদ্ধ আদর্শ মোদের পাইনা কিছুতে ভয়।
হাতে হাত রেখে আমরা, দেশকে ভালোবেসে
দেশের জন্য দিতে পারি প্রাণ বীবের মত হেসে।
বঙ্গবন্ধুর নীতি আদর্শ ভুলবো না কখনো।
সোনার বাংলা গড়তে হবে, এটাই মোদের স্বপ্ন।
🍂
রচনাকাল: ২৪ /০৫/২১
চৌহালী, সিরাজগঞ্জ।।