.
আকাশের তারা গুলো জ্বলে মিটিমিটি
দক্ষিণা বাতাস এসে, বলে পড়ো চিঠি।
পকেটে যতনে রাখা ফুলের পাপড়ি-
ভালোবাসি তাতে লেখা লিখেছে আদরী।
চাঁদের জ্যোৎনা নেমে... দিঘীর জলেতে
ঝিকিমিকি হেসে বলে পরেছো প্রেমেতে...;
মুঠোফোন হাতে নিয়ে কল দেই তাঁরে
বলি আমি ভালোবাসি সজনী তোমারে।
মাটির কোটরে বসে ঝিঁঝিপোকা বলে
বিনিসুতার মালাটি শোভা পাক গলে।