জীবন নিয়ে এসেছি ফিরে
পাইনি কিছু নিতে-
সব কিছু ডেবে গেলো
ভাঙ্গনে ভেঙ্গে গেলো
যা ছিলো অবলম্বন
সব গেছে ভাসি....।
সহায়-সম্বল, অর্থ-সম্পদ
ঘর-বাড়ি, বসত ভিঁটে-
মুহূর্তেই বিলিন হলো
সব কিছু গ্রাসিলো
নিঠুর টান্ডবে মেতে
যমুনা সর্বনাসী.....।
হাহাকার কোরে হৃদয়
দুমরে মুচরে যায়,
প্রকৃতির আঘাতে মানুষ
বড় অসহায়।।
রচনাকাল:২৫/০৭/২০২০ইং
চৌহালী, সিরাজগঞ্জ।।