সবুজ ধান; সোনালী হলো,
হেমন্তের স্পর্শ পেয়ে
কৃষকের মুখে ফুটলো হাসি
মাঠের পানে চেয়ে।।
কৃষাণ-কৃষাণী ব্যস্ত হলো
কাটা-মারি নিয়ে
উঠোন বাড়ি উঠলো ভরে
সোনালী ধান দিয়ে।।
অগ্রাহণে এলো নবান্ন
বাংলার ঘরে ঘরে
নতুন অন্ন গ্রহণের উৎসব-
আমেজ সর্ব স্তরে।।
নতুন ধানের খই আর-
মুড়ি-মুড়কি পিঠা
নবান্নে থাকে- চিরা-দই
আরো মন্ডা-মিঠা।।
নতুন চালের পায়েস খেয়ে
ভরে সবার মন,
আনন্দের উৎসব নবান্ন এসে
রাঙ্গায় সবার জীবন।।
.
১৭/১১/২০১৮