তোমার হাতে নাটাই রেখে
আমায় তুমি উরাও
বদ্ধ করে মায়ার সুতায়
শূণ্যের পথে ঘুরাও।
তোমার হাতের ছোঁয়া পেয়ে
দেখি আকাশ চেয়ে চেয়ে
মেঘের প্রেমে পড়ি যখন
হও তুমি উধাও....।
তোমার হাতে নাটাই রেখে
আমায় তুমি উরাও...।
প্রেমের স্পর্শে বৃষ্টি নামলে
প্রেমানন্দে ভিজি,
উরার শক্তি হারাই যখন
তোমায় শুধু খুঁজি।
তোমার খেলার ঘুড়ি আমি
শেষ আশ্রয় আমার তুমি।
আসলে বিপদ তুমি সদাই
কাছে টেনে নও...
তোমার হাতে নাটাই রেখে
আমায় তুমি উরাও.....।
""""""'''"""""""'""""""""""""""""""""""""