আপন স্বজন সকল ছেড়ে
চলে যেতে হবে
যতই আঁকড়ে ধরে থাকি
সঙ্গে নাহি যাবে।।

ভুলে যাই এই সত্য
মিথ্যা মায়ার মোহে
পরমাত্মা চলে গেলে
কি থাকে মাটির দেহে...
ক্ষমতা-টাকা কোনটা বলো
চিরো সঙ্গী হবে?
আপন স্বজন সকল ছেড়ে
চলে যেতে হবে....

থাকতে সময় ভাবো মন
শেষ বিচারের কথা
সুপথে পথ... শেষ না হলে
জীবন হবে বৃথা;
খারাপ কাজ থেকে দূরে-
থাকলে শান্তি পাবে....

আপন স্বজন সকল ছেড়ে
চলে যেতে হবে
যতই আঁকড়ে ধরে থাকি
সঙ্গে নাহি যাবে।।