মীর মুগ্ধ
*********
কল্যাণ চন্দ্র রায়
মীর মুগ্ধ তুমি ফিরে এসো
আমাদের আরো পানি লাগবে....
আঠারো জুলাই, কোঠা সংস্কার আন্দোলনে
তুমি গুলি বিদ্ধ হলে
উত্তরার আজম পুরের রাজপথ
তোমার রক্তে হলো রঞ্জিত
তুমি বিদায় নিলে
পৃথিবীর সব মায়া ছেড়ে।
কি করে ভুলবো তোমায়
পানি লাগবে কারোর পানি পানি....
তোমার সেই কন্ঠস্বর; এখনো কানে ভাসে।
মীর মুগ্ধ তুমি ফিরে এসো
আমাদের আরো পানি লাগবে....
প্রতিবাদের ভাষা
----- কল্যাণ চন্দ্র রায়
ক্ষমতার জোরে প্রতিবাদের ভাষা
কেড়ে নিতে পারবে না
সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা
বলবোই বলবো
বাঁধা দিতে এসো না।।
আবু সাহিদের মতে আমরাও পারি
বুক পেতে দিতে
অন্যায় শেষনের সামনে দাঁড়িয়ে
বুলেটের সাথে খেলতে।
আমরা আগুন আমরা তুফান
ডাবিয়ে রাখা যাবে না
ক্ষমতার জোরে প্রতিবাদের ভাষা
কেড়ে নিতে পারবে না।।
লেখা পড়া করতে এসেছি
আমরা ছাত্র সমাজ
আমাদের রক্তে রাজপথ
রঞ্জিত কেন আজ???
আমরা সমাজ বদলে দেবোই
কোন বৈষম্য থাকবে না।।
ক্ষমতার জোরে প্রতিবাদের ভাষা
কেড়ে নিতে পারবে না
সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা
বলবোই বলবো
বাঁধা দিতে এসো না।।