শ্বেতকবরীর মালা গেঁথে
নিকুঞ্জবন মাঝে-
প্রেম তরঙ্গ রাধে মনে...
মধুযামিনীর সাঁঝে।।
হাতে নিয়ে মোহন বাঁশি
চুপিসারে কৃষ্ণ আসি
রাধেও আঁখি ধরেছে.....
মৃদুস্বরে কৃষ্ণ বলে-
রাধে রাঙ্গা-চোখ খুলে
নয়নে নয়ন রেখেছে.....
আজি নিকুঞ্জকাননে
মিলনো বিলাসে......♥।।