ও মায়া নদী রে.......
ও মায়া নদী রে.......
মায়া নদী গড়েছে চর
তার উপরে বেঁধেছি ঘর
এক দিন মায়া, ভাসাবে আমায়
ভেঙ্গে ঘর- করবে পর।।
ও মায়া নদী রে.......
ও মায়া নদী রে.......
ভেসে ভেসে খুঁজবো তখন
নতুন কোন বালুচর
আগের ব্যাথা ভুলে গিয়ে
গড়বো আবার নতুন ঘর।।
এইতো কষ্ট চরবাসির
যুগ যুগ ধরে
ও মায়া নদী রে.......
ও মায়া নদী রে.......
জনম ভর বাসলাম ভালো
তবু আপন হলি না
এত ভালোবাসা পেয়েও তুই
ভাঙ্গা-গাড়া ছাড়লি না
ও মায়া নদী রে.......
ও মায়া নদী রে.......