সকল যন্ত্রণা দূর হয়ে যায়
মায়ের কোলে মাথা রাখলে;
হৃদয়ের কষ্ট লাঘব হয়,
                নদীর তীরে গেলে।

মা ও নদীরে ভালোবাসিলে
শান্তি-সুখ পাবে তুমি নিখিলে।

October 18, 2017