করোনা আতঙ্ক সবার মাঝে
মৃত্যুর মিছিল বাড়ছে
করোনা ভাইরাস দেশে দেশে
দূত ছড়িয়ে পড়ছে।
এই রোগে আক্রান্ত রোগী
বিভীষিকায় পড়ছে
আত্মীয় স্বজন হারা হয়ে-
মৃত্যুর সাথে লড়ছে।
হে ভগবান এই বিপদ হতে
কেমনে বলো বাঁচি!
সকল অপরাধ মাপ করো
তবো করুণা যাচি...
তুমি দয়াল, করুণাময়;
রক্ষাকর্তা তুমি
রক্ষাকরো নিজ মহিমায়
হে অন্তর্জামী।।
( সবাই মাস্ক ব্যবহার করুন,একে অন্যের থেকে তিন ফুট দুরে থাকুন,করমর্দন,কোলাকুরি থেকে বিরত থাকুন,জনবহুল স্হান পরিহার করুণ, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুন,সবাই কে সচেতন করুন)