কবির হৃদয় ভূমিতে
রাশি রাশি কবিতার বীজ
ছড়িয়া দিয়াছে কে?

ভাবাবেগের বৃষ্টি ধারা
তাহাতে সতত
বর্ষণ করে কে?

সে বীজ হতে শহস্র
কবিতার জন্ম দেয় কে?

কবি বলে আমি নই
আমি নই, অন্তরজামি সে!