অল্প কথাতেই আলোচনা করবো,তবে ঘটি'টি ঠিকই উল্টাবো- কথা দিলাম।
সাহিত্য বলতে- উপন্যাস,কবিতা,গল্প,নাটক ইত্যাদিকে বুঝায়।এর ভিতর নিদিষ্ট কোনটাকে সাহিত্য বলে না; প্রতিটিই সাহিত্য,সব মিলেই সাহিত্য।
ঠিক তেমনি কবিতা বলতে পদ্য,ছড়া,সনেট,র
ুবাই, ইত্যাদিকে বুঝায়, এদের মধ্য নিদিষ্ট একটিকে বুঝায় না।
কবিতার সমস্ত শ্রেণী বিন্যাস মিলেই কবিতা।
কিন্তুু বড়ই পরিতাপের, বেদনার বিষয় হলো কিছু ব্যঞ্জনা বা দ্যোতনা ধাচের কবিতার লেখকগণ শুধু এই ধাচের বা শ্রেণীর কবিতাকে কবিতা বলে।এমন কি পূর্বের সুনাম ধন্য কবিদেরকেও তাঁরা তুচ্ছ করতে কমে ছাড়েন না, তাঁদের মতে সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ দত্ত সহ অনেক কবি নাকি কবি নয়।
আমি সেই সব কবিতার সংজ্ঞা কারিদের ও কবিদের অনুরোধ করছি দয়া করে কবিতার ভুল মানে করবেন না।
আর নতুন কবিদের অনুরোধ করছি ওই সব ভ্রান্ত সংজ্ঞা কারিদের- কথায় বিভ্রান্ত হবেন না।
নিচে কবিতার শ্রেণীবিভাগ তুলে ধরলাম জেনে নিন-
কবিতার শ্রেণীবিভাগ
"""'"'""'''''''''''"""""'''''''''''''''
.পদ্য কবিতা
• ছড়া কবিতা
• পয়া-র কবিতা
• মুক্তপদ্য কবিতা
• গদ্যধর্মী কবিতা
• চতুর্দশপদী কবিতা(বাংলা সনেট বিশেষ)
.দ্যোতনা বা ব্যঞ্জনা কবিতা
.গীতি কবিতা
এছাড়াও বিদেশী রীতির অনুকরনে আছে :
· লতিফা (বিষয়ভিত্তিক গদ্য কবিতা বিশেষ)
• বিশাখ (বা বাংলায় জাপানী হাইকু)
• রুবাই (ফার্সির বা উর্দু স্টাইলের চার লাইনের অণুকবিতা)
• সিজো (কোরিয়ান ধাঁচের গীতিকা বা গদ্যময় কবিতা)
• ক্বাসিদা কবিতা
· লিমেরিক কবিতা
· শায়েরী (উর্দূর গজল ) কবিতা
• এ্যাকরস্টিক কবিতা
• ব্যালাড কবিতা
• ওড কবিতা
• এপিটাফ কবিতা
• এলিজি কবিতা
• গজল কবিতা
এই সব শ্রেণী বিন্যাস মিলেই কবিতা। বিশেষ কি আর লিখবো, ...কবিতা ভালোবাসি, কবিতার আকাশ চির উজ্জ্বল থাকুক এটাই আমার চাওয়া। সবাই খুব ভালোথাকুন। ধন্যবাদ।।