কেমন করে বলতে পারো
ভুলে যেতে তোমায়
কখনো ভাবিনি এভাবে তুমি
ছেড়ে যাবে আমায়।।

আগুন যেমন দহন করে
শুষ্ক কাষ্ঠ পেলে
অঙ্গার করে এ হৃদয়
দূরে সরে গেলে।।

মনের মানুষ ভাঙ্গে যদি
ভালোবাস ঘর
এক নিমেষেই সুখের স্বর্গ
হয় বলুর চর।

আশার প্রদীপ নিভে দিলে
নিরাশা কাঁদায়.....

কথা ছিলো এক সাথে
বাঁচবো দুজনে
সুখে দুখে পাশে রবো
জীবনে মরণে।

কত স্বপ্ন দেখে ছিলাম
তোমাকে নিয়ে
আনন্দে ভেসে ছিলাম
ভালোবাসা পেয়ে।

তবে কেন আজ
তোমার কথায়
এ হৃদয় ভেঙে যায়।।

যে মালা পরে ছিলাম
ভালোবেসে গলে
নিষ্ঠুর হয়ে কিসের মোহে
ছিরে ফেলে দিলে।।

ভাঙ্গবে হৃদয়  তুলবে ঝড়
এইকি ছিলো মনে
খেললে তুমি নিঠুর খেলা
ছলনার আবরণে।
দোষ কি ছিলো বলো
আমার ভালোবাসায়।।