হে ভগবান
মাটির দেহে প্রাণ দিয়ে
পাঠালে ভুবনে
শত শত সমস্যা দিলে।
জীবন যাপনে...
রোগ-শোক-দুর্যোগে
তুমি কৃপা না করিলে
মোরা বাঁচিব কেমনে....!
অসীম তুমি দয়াল তুমি
দয়া কর ভগবান
বিপদে... মোরা বিশ্ববাসী
রক্ষা কর হে মহান।।